1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার পুলিশ - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন জি এস এইচ এক্সপ্রেস” নারায়ণগঞ্জের অন্যতম পুরাতন এবং সেরা আন্তর্জাতিক কুরিয়ার ও লজিস্টিকস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে চার কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এনসিপি যারা করেন তারা শিশু বাচ্চা তারা এখনও রাজনীতি বলতে কিছু বোঝেনা: টিপু  অসুস্থ সাইফুল ইসলামের শারীরিক খোঁজখবর নিতে ছুটে গেলেন মোমেন ইসলাম  যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারের পরেও থামানো যাচ্ছে না পাপ্পুকে ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে মোবাইল কোর্ট অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা  ওই চরমোনাই কে বলতে চাই কোন আদম ব্যবসায়ী দলের প্রধান থাকতে পারবে না: টিপু জেলা প্রশাসক এর ৬ মাস পুর্তি উপলক্ষ্যে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত যে কারণে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার পুলিশ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১৯ Time View

সকাল নারায়ণগঞ্জ :

সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 

সিদ্ধিরগঞ্জ থানার এসআই(নিঃ) মোঃ জাকিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটিরত অবস্থায় সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবস্থানকালে মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টায় গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পায় যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি উত্তরপাড়া সাকিনস্থ বসুমার্কেট চিশতিয়া বেকারী সংলগ্ন জনৈক হাজী মোঃ খলিলুর রহমানের ভূঁইয়া বাড়ী নামীয় ৩য় তলা বিশিষ্ট বিল্ডিং এর ৩য় তলার পূর্বপাশে রিফাত হোসেনের ভাড়াকৃত বাসায় কতিপয় ব্যক্তিরা অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অনুমতি সাপেক্ষে দিবাগত রাত ১টা ৫ মিনিটের সময় বর্ণিতস্থানে পৌঁছিয়ে বাসার ভিতরে প্রবেশ করে দেখেন যে, রিফাত হোসেন (১৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর উদ্দেশ্যে ছোটাছুটি করছে। রিফাত হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে এলোমেলো তথ্যাদি প্রদান করার একপর্যায়ে অকপটে স্বীকার করে যে, তাদের ব্যবহৃত টয়লেটের ফলস ছাদের ভিতরে ও তার শয়ন কক্ষে খাটের পিছনে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রয়েছে। 

গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে সর্বমোট ১৬ কেজি গাঁজা, মূল্য অনুমান- (১৬×২০,০০০)= ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার) টাকা জব্দ করা হয়। যা একটি পাটের বস্তার মধ্যে রক্ষিত নীল পলিথিনের মধ্যে হলুদ কস্টেপ দ্বারা মোড়ানো দুই পুটলায় (৪+২)=৬ কেজি ও একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত নীল পলিথিনের মধ্যে হলুদ কস্টেপ দ্বারা মোড়ানো তিন পুটলায় (৪+৪+২)=১০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামী হলেন- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি উত্তরপাড়া (হাজী খলিলুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া) এলাকার মোঃ সুমন হোসেনের ছেলে রিফাত হোসেন (১৯)।

গ্রেফতারকৃত আসামি রিফাত হোসেনকে আরও জিজ্ঞাসাবাদে সে জানায় যে, পলাতক আসামি মোঃ সুমন (৩৯) সম্পর্কে তার পিতা ও পেশায় একজন মাদক ব্যবসায়ী। পলাতক আসামী মোঃ সুমন (৩৯) দেশের বিভিন্নস্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহপূর্বক তাদের ভাড়াকৃত বাসায় সংরক্ষণ পূর্বক আসামীদ্বয় পরস্পর যোগসাজস ও সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্নস্থানে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামি রিফাত হোসেন (১৯) অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ও পলাতক আসামি মোঃ সুমন (৩৯) একই কাজের যোগানদাতা, তথা সরবরাহ এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে সহযোগিতা করে আসামীদ্বয় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ ধারার অপরাধ করেছে । 

উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে পলাতক আসামি মোঃ সুমন (৩৯) এর নামে ডিএমপি’র দারুস সালাম এবং নিউমার্কেট থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL