সকাল নারায়ণগঞ্জ :
কুমিল্লা জেলার দাউদকান্দি টোলপ্লাজা হতে ১৯৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
সোমবার (২১ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটের সময় র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ১৯৩ বোতল ফেন্সিডিল, ০৩ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছেন।
আটককৃত মাদক কারবারি হলেন- ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন ফুলকাচিয়া (পাটুয়ারি বাড়ি) এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ আব্দুল হালিম (২৮)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে করে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ১৯৩ বোতল ফেন্সিডিল ও ০৩ কেজি গাঁজা আনায়ন করে নিজ হেফাজতে রেখেছিল।
এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব ১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল উক্ত অভিযুক্তকে বর্ণিত আলামত’সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।