সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলা পুলিশের তৎপরতায় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ এর বর্ণিল আয়োজন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
উক্ত শোভাযাত্রা শেষে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলা নববর্ষ উপলক্ষে মেলার উদ্বোধনের মাধ্যমে নতুন বছরের সূচনা হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেনসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ, বানরের লাঠি খেলা, সাপের খেলা, বায়োস্কোপসহ হারিয়ে যাওয়া বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল। ঘোড়ার গাড়ি, হাতী, পালকি ছিল যা দেখে ছোট ছোট ছেলে-মেয়েরা বাঙ্গালির হাজার বছরের কৃষ্টি-সংস্কৃতি উপলব্ধি করতে পেরেছে।