সকাল নারায়ণগঞ্জ :
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে ঘিরে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, র্যাব ও আনসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে শহরজুড়ে।
রনিবার (১৩ এপ্রিল) বিকেলে শহর পরিদর্শন শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি) জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, “হাজার বছর ধরে আমরা বাংলা নববর্ষ পালন করে আসছি। বাঙালির সংস্কৃতি কোনোভাবেই হারিয়ে যেনো না যায়, সে জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, আনসার—সবাই মিলে প্রস্তুতি চূড়ান্ত করেছি। আগামীকাল সকাল ৯টায় শহীদ মিনার থেকে জেলা প্রশাসনের র্যালি বের হবে এবং জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মেলার আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, “এই উৎসবকে প্রাণবন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মনিটরিং করবে। চাষাঢ়া এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “নববর্ষ বাঙালির একটি বিশেষ অনুষ্ঠান। তাই আমরা এই আয়োজনের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শহরজুড়ে সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবে।”
র্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, “আমরা শহরে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সাইবার মনিটরিংও চলছে। এখন পর্যন্ত নববর্ষ ঘিরে কোনো ধরনের হুমকি নেই। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উৎসবটি সুন্দরভাবে উদযাপন করতে কাজ করছি।”