সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্দেশে মীর জুমলা রোডের দুই পাশে যানজট নিরসনে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধ সবজি বাজার, দোকান পাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গত (৬ এপ্রিল) রবিবার মোবাইল কোর্ট পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাহিদ নিয়াজ শিশির।
এসময় রাস্তার দুইপাশ থেকে অবৈধ দোকান ও বাজার সরিয়ে দেয়া হয় এবং স্থানীয় সরকার আইন, ২০০৯ এর অধীনে ৩টি পৃথক মামলায় সর্বমোট ৩ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।