সকাল নারায়ণগঞ্জ :
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে প্রথম কর্মদিবসে পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম।
আইজিপি ঢাকাস্থ পুলিশ ইউনিট প্রধান, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
আইজিপি পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দেশ ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।