সকাল নারায়ণগঞ্জঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মানুষ নাড়ীর টানে বাড়ি যায় আত্মীয় স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। সেখানে যাত্রা পথে যাতে মানুষ হয়রানির শিকার না হয় সে জন্য প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
আজ ২৭ মার্চ জালকুড়ি কফি হাউজে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯নং ওয়ার্ডের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
৯নং ওয়ার্ড সভাপতি মুহা. শাহজালালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মুহা. ইসমাইল দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান সহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, যারা দখলদারিতে ও প্রভাব বিস্তারে ব্যস্ত তাদের রাজনীতি করার দরকার নেই। কেন আপনারা রাজনীতিকে কলুষিত করছেন। আমরা এমন রাজনীতি চাই যেটা মানুষের কল্যাণে কাজ করবে। সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করবে। তাই আসুন শান্তি পেতে চাইলে ইসলামী রাজনীতির ছায়াতলে । ইসলামী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কল্যাণ রাষ্ট্র গড়ার উদাত্ত আহবান জানাই।