সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ডে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২৩ মার্চ) নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলে এই কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবিষয়ে নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির বলেন, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের বার একাডেমী স্কুলে ভোটার হালনাগাদ ছবি উঠানোর কার্যক্রম চলছে। ইতোপূর্বে আমাদের স্কুলের ৪ জন শিক্ষক খানপুর মেইন রোড, ব্রাঞ্চ রোড ও ডনচেম্বার এই এলাকার ভোটার তালিকা ফরমের মাধ্যমে সংগ্রহ করেছে। মোট ৮টি বুথে এখানে ছবি উঠানো হচ্ছে। ৪টি মহিলা বুথ ও ৪টি পুরুষ। যাদের জন্ম ২০০৮ এর পূর্বে যারা বাদ পড়েছে ও যারা নতুন ভোটার হয়েছে তাদের সমস্ত ভোটার তালিকা প্রথমে নিবন্ধন করা হয়েছে। আজকে ছবি তোলা হচ্ছে। আমার স্কুলের শিক্ষকরা সহযোগিতা করছে। সুন্দরভাবে কার্যক্রম চলছে।