সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মাহাবুব আলমের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রবিবার (১৬ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে তার পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন ডিসি। এসময় তিনি মাহাবুব আলমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার ২৯ বছর বয়সী মাহাবুব আলম গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখের আলো হারান। আহত হওয়ার পর প্রথমে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, পরে ভারতের চেন্নাই ও থাইল্যান্ডে চিকিৎসা করানো হয়।
১৭ দিন থাইল্যান্ডে চিকিৎসা শেষে গত বছরের ১৫ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। তার পরিবার জানায়, চিকিৎসায় ১০ লাখ টাকার বেশি ব্যয় হলেও চোখের আলো ফেরেনি।
মাহাবুবের বাবা মশিউর রহমান জানান, চিকিৎসকেরা বলেছেন, যুক্তরাষ্ট্র বা জার্মানিতে উন্নত চিকিৎসা করানো গেলে চোখের আলো ফেরার সম্ভাবনা আছে। কিন্তু পরিবারের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়।
তিনি বলেন, “সরকার সহযোগিতা করলে বিদেশে উন্নত চিকিৎসার মাধ্যমে আমার ছেলের চোখের আলো ফিরে আসতে পারে। না হলে বাকি জীবন তাকে অন্ধত্বের অভিশাপ বয়ে বেড়াতে হবে।”
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা মাহাবুব পরিবারে দ্বিতীয় সন্তান। তার বাবা মশিউর রহমান সুতার ব্যবসার সঙ্গে জড়িত। গ্রামের বাড়ি ফরিদপুর হলেও পরিবারটি নারায়ণগঞ্জ শহরেই বসবাস করে। আন্দোলনের ছয় মাস আগে বিয়ে করেন মাহাবুব। এখন তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।