সকাল নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরী হয়ে দাড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশংকা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে।
নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতির পিআর (পিআর) নির্বাচন পদ্ধতি দাবী করেছি। আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না। বরং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।
আজ ১৫ মার্চ, শনিবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং ওয়ার্ড এর ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি মীর কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, সেক্রেটারি আ. মজিদ।
সুলতান মাহমুদ বলেন, আত্মশুদ্ধির মাসে ব্যক্তি থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে পরিশুদ্ধ করতে হবে। রমজানের শিক্ষা বছরব্যাপী কাজে লাগাতে পারলেই আমরা সফলকাম হতে পারবো।
ইফতারের পূর্বে নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করে।সভাপতি – হাজী মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুহা. বিলাল খান, সহ-সভাপতি মীর কাশেম, সেক্রেটারি হাফেজ বেলাল, জয়েন্ট সেক্রেটারি মুহা. শাহজালাল ও সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলামকে মনোনীত করেন।