সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ “পুলিশ লাইনস স্কুল, এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে আসন্ন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষিকার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ও পুলিশ লাইনস স্কুলের সভাপতি প্রত্যুষ কুমার মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ হাসিনুজ্জামান।
উক্ত অনুষ্ঠানে মানপত্র পাঠ পূর্বক শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা স্মারক হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং দোয়া পাঠ করা হয়।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তাঁর বক্তব্যে আড্ডা, টেলিভিশন, ফেসবুকে সময় নষ্ট না করে মনোযোগ সহকারে পড়াশোনা করতে বলেন। এছাড়া তিনি ভালো ফলাফল করতে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ লাইনস স্কুল, নারায়ণগঞ্জের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।