সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দৃষ্টি প্রতিবন্ধী হাকিমা আক্তার আলভিকে আর্থিক অনুদান প্রদান করেছেন।
রবিবার (৯ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এ অনুদান প্রদান করেন।
অনুদান প্রদানকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন বর্তমান সমাজ ব্যবস্থায় একজন সুস্থ শিশুকে বড় করাই অনেক চ্যালেঞ্জিং। সেখানে যদি কোনো শিশু দৃষ্টি প্রতিবন্ধী হয় এবং তার সহায়-সম্বল না থাকে, তাহলে তার জন্য জীবনযাপন আরও কঠিন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, এই কিশোরীর দুটি চোখ নষ্ট হয়ে গেছে, অপারেশন প্রয়োজন। আমাদের সামান্য সহায়তায় যদি সে তার দৃষ্টি ফিরে পায়, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন। আজকের এই অনুদান সেই প্রচেষ্টারই একটি অংশ।
জেলা প্রশাসক সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
দৃষ্টি প্রতিবন্ধী হাকিমা আক্তার আলভি বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমার দুটি চোখ নষ্ট হয়ে গেছে। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমার পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমি সুস্থ জীবনে ফিরতে চাই।
তিনি জানান, আমার বাবা গার্মেন্টসে চাকরি করেন। সংসার চালাতেই তার অনেক কষ্ট হয়। সেখানে আমার চিকিৎসার খরচ চালানো তার পক্ষে সম্ভব নয়। আমার সামনে এখন শুধুই অন্ধকার। আমি চাই, সুস্থ দৃষ্টিসম্পন্ন মানুষদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে।”
“আমি সমাজের হৃদয়বান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রার্থনা করছি।”