সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র শহীদ মিনারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিনতাইকারী চক্র। চাষাঢ়া শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় বিশেষ করে সন্ধ্যার পর থেকেই আনাগোনা থাকে ছিনতাইকারী চক্রের। প্রায়শই সাধারণ নিরীহ মানুষকে টার্গেট করে মোবাইল ও টাকাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র। এছাড়া প্রায়ই কিশোর গ্যাংদের মধ্যেও হাতাহাতি সংঘর্ষের ঘটনা ঘটছে।
শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহীদ মিনার থেকে রমজান আলি নামে এক ছেলের কাছ মোবাইল ও টাকা প্রকাশ্যে ছিনতাই করে নিয়ে যায়।
রমজান আলি জানান, তিনি বৃষ্টি হওয়ার কিছুক্ষণ আগে শহীদ মিনারে আসেন। তারপর ৩ জন মিলে তাকে ডেকে পাম্পের গেইটের সামনে নিয়ে গিয়ে মারধর করে প্রকাশ্যে চাকু ঠেকিয়ে তার সাথে থাকা ৬০০ টাকা ও Redmi 8 ফোনটি নিয়ে যায়।
শহীদ মিনারের এসব ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন এই ভুক্তভোগী।
শহীদ মিনারে গোয়েন্দা সংস্থা, র্যাব, সেনাবাহিনীর অভিযান চললে হয়তো এসব ছিনতাইকারী আইনের আওতায় আনা যাবে।