সকাল নারায়ণগঞ্জ:
বৃহস্পতিবার ৬ই মার্চ বাদ আসর মাখতাব মিলনায়তন নিউ খানপুর ব্যাংক কলোনি নারায়ণগঞ্জে এই আফটার স্কুল মাকতাব নারায়ণগঞ্জ শাখায় উদ্বোধন।
এইসময় উপস্থিত মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু, ছিলেন ব্যাবস্থাপক মো সিরাজুল ইসলাম সিরাজ, ব্যাবস্থাপক মনিরুল ইসলাম মনির, সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।
স্কুলগামী ছেলে মেয়েদের জন্য কুরআন ও দ্বীন শিক্ষার এক অনন্য আয়োজনে দারুল আরকাম ইন্সটিটিউট এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত আফটার স্কুল মাকতাব নারায়ণগঞ্জ শাখায় ভর্তি চলছে।
স্কুলটির ব্যবস্থাপনায় রয়েছেন মুহা. সিরাজুল ইসলাম ও মুহাম্মদ মনিরুল ইসলাম।
স্কুলটির অফিস ১১/৫ (পুরাতন), ২৩ (নতুন) নিউখাঁনপুর, ব্যাংক কলোনী এলাকায় অবস্থিত।
স্কুলটির বিভিন্ন বিভাগ ও কোর্সসমূহ রয়েছে। যেমন: আফটার স্কুল মাকতাব, আফটার স্কুল হিফজ, ফরজে আইন মাকতাব, মহিলাদের মাস্তরাত মাকতাব, কুরআন ও দ্বীন শিক্ষার ভ্যাকেশন কোর্স এবং কুরআন ও নামাজ শিক্ষা কোর্স।