সকাল নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে ফতুল্লার হাজীগঞ্জ পেপার মিল এলাকায় এই চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, “সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচিত হলে আপনাদের আর কষ্ট করে আসতে হবেনা, আমরাই আপনাদের সবার বাড়িতে এই উপহার পৌঁছে দেবো। এটি আমাদের দায়িত্ব ও কর্তব্য। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হোক, সৎ লোকের শাসন আল্লাহর আইন বাস্তবায়ন হোক।”
এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, আবুল হোসেন প্রমুখ।