সকাল নারায়ণগঞ্জ:
রোজার প্রথম দিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ডে টিসিবির পন্য ইফতার সামগ্রী ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।
রবিবার (২ মার্চ) ১২নং ওয়ার্ড কার্যালয়ের মাঠে ডিলার তমালের তত্ত্বাবধানে ২৩৫৯ পরিবারের মাঝে এই টিসিবির পন্য বিতরণ করা হয়।
টিসিবির পন্যের মধ্যে ছিলো, চাউল ৫ কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার ও চিনি ১ কেজি।
পন্য বিতরন শেষে ২৫ বস্তা চাউল, ৫ বস্তা চিনি ও ১৫ বস্তা ডাল ফেরত নিয়ে যায় ডিলার তমাল।
এবিষয়ে ডিলার তমাল জানান, ফেরত যাওয়া এসব পন্য পরবর্তীতে আবার যখন টিসিবির পন্য দেয়া হবে তখন এসব পন্য দিয়ে দেয়া হবে। তেল পর্যাপ্ত পরিমাণ না থাকার বিষয়ে তিনি বলেন, অনেকে তেল বেশী পরিমান নিয়েছে এজন্যে শেষের দিকের তেল শেষ হয়ে যাওয়ায় কিছু কিছু মানুষ তেল নিতে পারে নি