সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) পুলিশ লাইন্স স্কুলে বেলুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ও পুলিশ লাইনস স্কুলের সভাপতি প্রত্যুষ কুমার মজুমদার।
পরবর্তীতে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে সুসজ্জিত পোশাকে কুচকাওয়াজ শুরু হয় এবং পুলিশ সুপার কোমলমতি শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ করেন। অভিবাদন শেষে বিভিন্ন খেলা শুরু হয়। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ এবং প্রধান অতিথি নিজেও খেলায় অংশগ্রহণ করেন। অতঃপর শুরু হয় ” যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠান সকল শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্পন্ন হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।