সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ফুটপাতে অবৈধ পার্কিং ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে শহীদ মিনার সংলগ্ন সকল অবৈধ চায়ের ও খাবারের ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে তিনটি মোটর সাইকেল ও বেশ কয়েকটি অবৈধ ভ্রাম্যমাণ দোকান জব্দ করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে উচ্ছেদ কার্যক্রম চলে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফুড এণ্ড স্যানিটেশন অফিসার মো. আলমগীর হিরণ ও জেলা পুলিশের একটি দল।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর জানান, রাস্তার উপর যেসব অবৈধ স্থাপনা রয়েছে, যেমন ভাসমান দোকান-পাট তা উচ্ছেদ করা হয়েছে।
শহীদ মিনারের পাশে যে ফুটপাতে অবৈধভাবে ৩০টির ও বেশি দোকান-পাট ও বেশকিছু মালামাল ও অবৈধ পার্কিংয়ে রাখা তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের এ অভিযান অব্যাহত থাকবে।