সকাল নারায়ণগঞ্জ:
আজ পবিত্র জুম্মা ও শবে বরাতের দিনে মরহুম তালু সরদার ও তার স্ত্রীর কবর যিয়ারত করেছেন তার বড় ছেলে মো: নুরুল ইসলাম সরদার।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে বাদ জুম্মা মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে মা বাবার কবর যিয়ারত করেন আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি মো: নুরুল ইসলাম সরদার।
যিয়ারত শেষে বিশেষ মোনাজাতে তার মা বাবা, আত্মীয়স্বজন, এলাকাবাসী, নারায়ণগঞ্জবাসী সহ সকল করব বাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, তানভীর সরদার, হিরা সরদার, সাহেল সরদার সহ আরও অনেকে।