সকাল নারায়ণগঞ্জ :
চোর, ছিনতাইকারী ও রোমানের তাণ্ডবে অতিষ্ঠ ১২ নং ওয়ার্ডের ডনচেম্বার এলাকাবাসী।
সাফিন আহমেদ রোমান ডনচেম্বার এলাকার বাসিন্দা খোরশেদ আলম ও হেলেনা বেগমের ছেলে।
ডনচেম্বার এলাকার বাসিন্দা সাংবাদিক জামাল তালুকদারের বাসায় চুরি, ডনচেম্বার জামে মসজিদের মাইক চুরি, ডনচেম্বার কাউন্সিলর কার্যালয়ের পাশে অবস্থিত ফাসটেক কম্পিউটার এই দোকান থেকে বিকাশের মাধ্যমে প্রতারণা করে ১০হাজার টাকা হাতিয়ে নেয়া ছাড়াও গভীর রাতে ডনচেম্বার মোড়ে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রোমান ৫ই আগষ্ট এর আগে নারায়ণগঞ্জের আজমেরী ওসমানের নাম বিক্রি করে বিভিন্ন অপরাধ করেছে। আজমেরী ওসমানের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে ও অস্ত্রের ছবি তুলে অসহায় নিরহ মানুষদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করত। এসব ছবি দেখিয়ে বিভিন্ন মাদকের ডিলারদের কাছ থেকে মাদক সহ টাকা নিতো। এছাড়াও রোমানের একটা সিন্ডিকেট রয়েছে। গোয়েন্দা সংস্থা রোমানের বিষয়ে তদন্ত করলে এই সিণ্ডিকেট ও রোমানের ছবিতে থাকা এই অবৈধ অস্ত্র ধরা যাবে।
সাংবাদিক জামাল তালুকদারের বাসায় চুরির ঘটনায় এজাহারভুক্ত মামলার ২য় আসামী রোমান। এই মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকার পর
জামিনে বের হয়ে এই মামলার স্বাক্ষীদের হুমকি ধামকি দিতে থাকে ও সাংবাদিকের উপর হামলা চালায়। যদিও এই হামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ডনচেম্বার কাঠপট্টির ২জন দারোয়ান রোমানের আতঙ্কে চাকরি ছেড়ে চলে গেছেন।
চোর, ছিনতাইকারী ও প্রতারক রোমানের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় আনা হোক।