সকাল নারায়ণগঞ্জ:
সবুজ ও সীমার উদ্যোগে আয়োজিত হয়েছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিন ব্যাপি শীত উৎসবে পিঠা মেলা।
এখানে শীতের যাবতীয় নতুন নতুন ঘরোয়া তৈরি পিঠা, হাতের তৈরি কারু শিল্পের বাশের বিভিন্ন আসবাব পত্র, তাতের তৈরি শাড়ি সহ পাওয়া যায় বিভিন্ন ধরনের নৃত্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস।
এছাড়াও এই মেলাকে কেন্দ্র করে দেখা যায় কিছু বহিরাগত কিশোর গ্যাং ও চাঁদাবাজদের আনাগোনা। শহরের মিশনপাড়া, আমলাপাড়া, গলাচিপা এই সব এলাকার কিছু উঠতি বয়সী পোলাপান যারা শহীদ মিনারের পরিবেশ নষ্ট করে।