সকাল নারায়ণগঞ্জ:
সুলতানুল আউলিয়া, হিন্দের আলী হযরত খাজা মঈনুদ্দিন চিশতী এর বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে দোয়া ও কাওয়ালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ জুম্মা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন নারায়ণগঞ্জ প্রধান কার্যালয়ে দোয়ার মাধ্যমে এই ওরশ মোবারকের উদ্বোধন করেন, আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার।
দোয়া শেষে কাওয়ালী ভোজের আয়োজন করা হয়। ৭ ডেক খিচুরির মাধ্যমে এই কাওয়ালী ভোজের আয়োজন করা হয়।
এসমস্য ওরশ ও দোয়ায় উপস্থিত ছিলেন, আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হানিফ সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,তানটির সরদার, সরদার পরিবারের সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ।
এই বাৎসরিক ওরশের আয়োজন করেন, তানভীর সরদার, সুজন সরদার, রানা, রাকিব, পুলক, ইয়াসিন সরদার, খাজার আশে কান পিয়ুস, সায়েম সরদার, নাফিজ, আয়াত।