সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত করতে হলে আপনাকে সবার আগে ফ্যাসিস্ট সরকারের গঠিত আইনশৃঙ্খলা কমিটি ভেঙ্গে অতিসত্বর নতুন কমিটি করুন। আগের ডিসি এই কাজটি কেন করেননি, তা আমি জানি না। আজকের অনুষ্ঠানে আপনার পুলিশ সুপার সাহেবকেও রাখা দরকার ছিলো। আপনার কাছে একটা অনুরোধ, আপনি যার তার সাথে ছবি উঠাবেন না। তারা ছবি দিয়ে প্রমান করতে চায় জেলা প্রশাসকের সাথে আমার ভালো সম্পর্ক কেউ আমাকে কিছু করতে পারবে না।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে নারায়ণগঞ্জ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের এক সতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, যেখানে ঢাকায় বড় বড় নেতাদের গ্রেফতার করা হচ্ছে। সেখানে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান, তার ভাই সেলিম ওসমান, ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, নজরুল ইসলাম বাবু, সাবেক মেয়র আইভী; এদের গ্রেফতারে বাঁধা কোথায়। আমরা মনে হয়, এখনো তাদের কোন কোন প্রশাসন কিনবা সিভিল কর্মকর্তার সাথে যোগাযোগ আছে। আমরা এখনো নারায়ণগঞ্জকে যানজটমুক্ত দেখাইতে পারি নাই, সন্ত্রাসমুক্ত দেখাইতে পারি নাই, মাদকমুক্ত দখাতে পারি নাই। এগুলো করতে হলে প্রশাসনিক সদিচ্ছা থাকতে হবে। এসব করতে হলে পুলিশ সুপার মহোদয়কে নিয়ে রাজপথে নামতে হবে। আমরা আপনার পাশে আছি। এছাড়া এখনো নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেল ক্লাব থেকে যে অবৈধ অস্ত্রগুলো নিয়ে ছাত্র-জনতার উপর গুলি করা হয়েছিলো, তা কিন্তু এখনো একটিও উদ্ধার করা হয়নি। আপনি সেই অস্ত্রগুলো উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশা করছি।
এসময় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাসুম বিল্লাহ, খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব সিরাজুল ইসলাম মামুন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।