সকাল নারায়ণগঞ্জঃ
চাষাড়া শহীদ মিনারে অতর্কিত হামলায় আহত প্রায় ৩-৪ জন যুবক। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে কলেজ ছুটির পর আড্ডা দিচ্ছিলো কিছু ছেলে মেয়ে, আনুমানিক সময় বিকাল ৪ টার সম হঠাৎ কিছু বহিরাগত কিশোর দেশীয় অস্ত্র হাতে প্রবেশ করে শহীদ মিনারে এবং অতর্কিত ভাবেই হামলা করে কিছু যুবকের উপর এবং এলোপাথারি ভাবে ছুরি চালাতে থাকে যার কারনে আহত হয় আহত হয় ৩-৪ জন যুবক।
সেখানে কারো নাকে কোপ লেগে নাক কেটেছে, কারো হাতে কোপ লেগে হাত কেটেছে এবং কারো মাথা ফেটেছে। তখন এলাকার আসে পাশের মানুষ ঘটনা স্থলে উপস্থিত হলে পালিয়ে যায় কিশোর গ্যাং,সাথে সাথেই নারায়ণগঞ্জ সদর থানায় ফোন দিলে সদর থানার একটি ইউনিট এসে উপস্থিত হয় সরজমিনে এবং ঘটনা স্থলে পাওয়া যায় একটা দেশীয় লম্বা ছুরি।
পুলিশ এসে আহতদের নিকটবর্তী ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। আহতদের কিংবা হামলাকারীদের কোন নাম জানা যায়নি, তবে পুলিশের কর্মকর্তা বলেছেন ভিকটিম যদি থানায় মামলা করে তবে তারা সুষ্ঠু তদন্ত করে আসামীদের কঠিন শাস্তির ব্যাবস্থা করবেন।