সকাল নারায়ণগঞ্জঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নাগরিক অধিকার প্রতিষ্ঠা জরুরি।কারণ, অতীতে নাগরিক অধিকার ভুলণ্ঠিত হওয়ায় দেশের মানুষের ভোটাধিকার হাইজ্যাক করে পতিত আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এর আগেও একই কারণে অতীতের সরকারেরা ভোটারবিহীন নির্বাচন আয়োজনের দুঃসাহস দেখিয়েছে।
তিনি বলেন, মানুষের প্রত্যাশা হচ্ছে, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশে যাতে আর কেউ নাগরিকদের ভোটাধিকার হরণ করতে না পারে। নতুন করে পেশীশক্তি দিয়ে ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে পার পাওয়া তো দূরের কথা সাহস ও যাতে না পায় তেমন সংস্কার জনগণ চায়।
আজ ১০ জানুয়ারী, শুক্রবার বিকাল ৩টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার বর্তমান সভাপতি খালিদ সাইফুল্লাহ সানভীরের সভাপতিত্বে সাবেক দায়িত্বশীলদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সাবেক সভাপতিমণ্ডলীর মধ্যে ক্বারী ফখর উদ্দিন, মোঃ সুলতান মাহমুদ, মোজাম্মেল হক টিটু, মুহা. বিলাল হোসাইন খান, মাও. মোবারক, মাও. নাসির উদ্দিন, শাহীন আদনান, হাসানুজ্জামান, মাহবুব আদনান, যোবায়ের হোসেন সাঈদ সহ সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।
সুলতান মাহমুদ বলেন, প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে তবে দেশে নাগরিক অধিকার প্রতিষ্ঠা পাবে না। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে যাবে। এজন্য দ্রুত সময়ে সচিবালয় থেকে তৃণমূল পর্যায়ের প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করানো যখন পুরোপুরি সম্ভব হবে, তখন জনগণ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদী হবে। কালোটাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচন হওয়ার আশা করতে পারবে।