সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মহানগর বিএনপির সাবেক নেতা ও সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু।
বুধবার (১ জানুয়ারি) এই শীতবস্ত্র বিতরণ করেন শকু। এসময় ওয়ার্ডের ১৭শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় শকু বলেন, এখন আমি কাউন্সিলর না। তবে কাউন্সিলর হিসেবে আমার দায়িত্বগুলো থেকে তো আমি দূরে সরে যেতে পারি না। এর আগেও আমরা জনগণের সাথে থেকে যে কাজগুলো করেছি সেগুলো চালিয়ে যাব।
তিনি আরও বলেন, আজ আমরা ১২ নং ওয়ার্ডে সামর্থ্যবানদের সহযোগীতায় ১৭শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। প্রতি বছরই আমাদের এই কার্যক্রম চলে। আমাদের দ্বিতীয় ধাপেও এ কর্মসূচি চলবে। তখন আমরা আরও ২ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করবো। আমরা যা বলি তা করার চেষ্টা করি। তাই আমাদের কথার মানুষ দাম দেয়। আমরা সামর্থ্যবানদের কাছে সাহায্য চাইলে তারা হাত বাড়িয়ে দেয়। জনগণও আমাদের বিশ্বাস করে।
তিনি বলেন, রমজান মাসকে ঘিরেও আমাদের কিছু কার্যক্রম রয়েছে। সেগুলোও আমরা করবো। আমরা জনগণকে বলেছি কাউন্সিলর না থাকলেও আমার যে দায়িত্ব সেটা আমি পালন করে যাবো।