সকাল নারায়ণগঞ্জঃ
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল’ স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত ‘খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগ (কেএসপিএল) ২০২৪ নাইট টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি-বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, ৩১ দফা প্রচার কেন্দ্রের চেয়ারম্যান এস. আলম রাজীব।
নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দল নেতা গোলাম মোর্শেদ সজলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ১২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি, মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খাঁন রাজীব, মহানগর সাইবার ইউজার দলের সমন্বয়ক ইমরান চৌধুরী জুয়েল, নাফিজ রহমান তালুকদার, তন্ময় রহমান, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের প্রস্তাবিত কমিটির সভাপতি মোঃ আল আমিন (আকাশ), সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাব্বি আহমেদ, প্রচার সম্পাদক আরিয়ান আহমেদ অভি সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সমন্বয়কগণ।
উক্ত টুর্নামেন্ট আয়োজক টিমের সদস্য ছিলেন ইমন, পলাশ, মুরাদ, জুম্মান, রূপক, হীরা ও শান্ত।
অনুষ্ঠানস্থল খানপুর চিটাগাং বেকারী সংলগ্ন বালুর মাঠে সকাল থেকে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফা সারাদিন মাইকে প্রচার করা হয়।
প্রধান অতিথি এস. আলম রাজীব-কে এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন ১২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু।
এস. আলম রাজীব পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমানের তরুণ প্রজন্ম মাদকের ভয়াল ছোবলের দিকে না গিয়ে ক্রীড়ার দিকে অগ্রসর হচ্ছে, এটি সত্যিই বর্তমান সমাজের একটি ইতিবাচক দিক। বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সন্ত্রাস ও মাদকের গডফাদাররা মাদকের ভয়াল ছোবলে পরিকল্পিতভাবে ধীরে ধীরে তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছিলো, যাতে বাঙ্গালী প্রতিবাদী তরুণ প্রজন্ম অবৈধ সরকারের অপশাসনের প্রতিবাদের শক্তি হারিয়ে ফেলে। আজকের তরুণরাই বর্তমান ও আগামীতে রাষ্ট্র মেরামতে ভূমিকা রাখবে, আর খেলাধূলা মানুষের শরীরের পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্বাগত জানাই আজকের এই আয়োজনকে এবং এলাকাবাসীর উদ্দ্যেশ্যে আরো বলেন আমাদের সংগঠন সাইবার ইউজার দল শুধু একটি রাজনৈতিক সংগঠনই নয়; এটি দেশ, জাতি ও দলের স্বেচ্ছাসেবীর হিসেবে সদা জাগ্রত একটি সংগঠন। আপনাদের বিপদ আপদে স্থানীয়ভাবে যে কোনো প্রয়োজনে আপনাদের স্বেচ্ছাসেবক হিসেবে আপনাদের ডাকে সাড়া দিতে সদা প্রস্তুত আছে এবং থাকবে ইনশাআল্লাহ।