সকাল নারায়ণগঞ্জঃ
মোক্তারপুর ব্রিজে বেপরোয়া গতিতে চলার জন্য উল্টে গিয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক এবং ভেঙ্গে গিয়েছে আরোহীর হাত।
এ বিষয়ে স্থানীয়দের থেকে জানা যায় যে মোক্তারপুর ব্রিজে কো ট্রাফিক বা কোনা আইনী ব্যাবস্থা নেই যার জন্য ইজি বাইক,সিএনজি, মটরবাইক সহ বিভিন্ন গাড়ি বেপরোয়া ভাবে চলাচল করে যার জন্য ঘটছে প্রতিনিয়তই এক্সিডেন্টএবং বিপদে পরেছে মানুষের জান এবং মালের নিরাপত্তার।