সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাব বিশ্বরোড থেকে মাছবোঝাই একটি পিকআপ ছিনতাই হলে থানার কাঞ্চন ব্রীজ এলাকা থেকে শ্বাসরুদ্ধকর একটি অভিযান চালিয়ে পিকআপটিকে উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
ঘটনার বিবরণে কাঁচপুর হাইওয়ে থানা থেকে জানানো হয়, ১৬ ফেব্রুয়ারি রোববার রাত আনুমানিক ৩ঃ৪৫ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন তারাব বিশ্বরোড থেকে মাছবোঝাই পিকআপ নং-ঢাকা মেট্রো ন-২০-১৬০৩ এর চালক নিলকান্ত দাস, পিতা-কালী চরন দাস, সাং-পাহারপুর, থানা-আজমীরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ ও হেলপারকে অজ্ঞাতনামা ৪জন ছিনতাইকারী চড়থাপ্পড় মেরে গাড়ী থেকে নামিয়ে ছুরির ভয় দেখিয়ে মাছবোঝাই পিকআপটি ছিনতাই করে নিয়ে যায়। বিষয়টি ৯৯৯ এর মাধ্যমে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনকে অবগত করা হলে তিনি তাৎক্ষনিক ছিনতাইকৃত পিকআপটি উদ্ধারের জন্য গল্ফ-১১ ডিউটিতে নিয়োজিত থাকা অর্ফিসার সার্জেন্ট বাহারুলকে নির্দেশ প্রদান করেন এবং সার্জেন্ট বাহারুল সঙ্গীয় ফোর্স সহ ছিনতাই হওয়া পিকআপ এর পিছু ধাওয়া করে রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ এলাকা থেকে মাছসহ পিকআপটিকে উদ্ধার করতে সমর্থ হন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা পালিয়ে যায়। গাড়ীতে থাকা মাছের মূল্য ১৯ লক্ষ টাকা এবং গাড়ীর মূল্য ১৫ লক্ষ টাকা বলে জানা যায়। পরবর্তীতে হাইওয়ে থানায় নিয়ে এসে মাছসহ পিকআপটি মালিক ও চালককে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছিনতাইকারীরা সনাক্ত না হওয়ায় তাৎক্ষনিক মামলা রুজু করা সম্ভব হয়নি। এদিকে পিকআপ এর মালিক ও চালক মাছসহ পিকআপটি বুঝে পেয়ে অত্যন্ত খুঁশি হওয়ার পাশাপাশি পুলিশের দায়িত্বশীল ভূমিকার জন্য উভয়েই কাঁচপুর হাইওয়ে থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।