সকাল নারায়ণগঞ্জঃ
মৃত আঃ বারেক মাদবর এর ছেলে সাং- মদনগঞ্জ পুলিশ ফাড়ি সংলগ্ন মোশারফ এর ভাড়াটিয়া জাকির হোসেন এর সাবেক স্ত্রী মোসাঃ রিনা বেগম (৪০) গত ০২/১২/২০২৪ তারিখের দুপুর ১২.৩০ সময়ে মোঃ ইকলাছ মিয়া, পিতা- মৃত আব্দুল সুবহান, সাং দক্ষিণ রানীগাঁ, পোঃ- রানীগাঁ, থানা- চুনার ঘাট, জেলা হবিগঞ্জ এর সাথে দীর্ঘদিন যাবৎ মোবাইলের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরে জাকির হোসেনকে তালাক দিয়ে প্রবাসী, আদম ব্যাপারী প্রতারক একলাস মিয়ার সাথে বিবাহে আবদ্ধ হয়।
রিনা বেগমের দুই ছেলে ও দুই মেয়ে রাখিয়া একলাস মিয়ার সাথে পালিয়ে যায়। যাওয়ার সময় নগদ পাঁচ লক্ষ টাকা ৪ ভরি স্বর্ণ ও দামি কাপর চোপর সঙ্গে করে নিয়ে যায়। পরে জাকির হোসেন কোন উপায় অন্তর না দেখে বন্দর থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।