সকাল নারায়ণগঞ্জঃ
ফতুল্লার কাশিপুরে উত্তর নরসিংপুর এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন তারেক জিয়া প্রজন্ম দলের ৩ নং ওয়ার্ডের কার্যালয় উদ্ধোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ কার্যালয়ের উদ্ধোধন করেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক ও জাতীয়তাবাদী প্রজন্ম দলের জেলার সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম। এসময় এ ইউনিয়নের কয়েক’শ নেতাকর্মীর অংশ গ্রহনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
তারেক জিয়া প্রজন্ম দলের কাশিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি জাকির হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহাম্মেদ, ফতুল্লা থানা যুব দলের যুগ্ম আহবায়ক ফরিদ আহাম্মেদ, তারেক জিয়া প্রজন্ম দলের জেলার সভাপতি নুর মোহাম্মদ, নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সভাপতি আলগমীর হোসেন, ফতুল্লা থানা কমিটির সভাপতি মাহমুদ উল্লাহ, কাশিপুর ইউনিয়ন কমিটির সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক কানিজ মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
উদ্ধোধনী অনুষ্ঠানে জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক ও জাতীয়তাবাদী প্রজন্ম দলের জেলার সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম বলেন, নারায়ণগঞ্জের মাটিতে কোন চাঁদাবাজ ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীর জায়গা হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই নারায়ণগঞ্জের আস্থার প্রতিক জাকির খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে।