সকাল নারায়ণগঞ্জঃ
শহরের গলাচিপা বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে শ্রেণি কক্ষের গ্রিল কেটে দুর্বৃত্তরা বিদ্যালয়ের সিসি টিভির ক্যামেরার মনিটর, রিমোট, মডেম ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বিন নাহার রোববার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, শনিবার ক্লাস শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বাসায় চলে যায়।
রোববার সকালে বিদ্যালয়ে এসে দেখা যায় বিদ্যালয়ের স্টিলের ৩টি আলমিরার তালা ভাঙ্গা। এসময় বিভিন্ন কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখতে পায় শিক্ষকরা। দুর্বৃত্তরা স্কুলের মধ্যে থাকা সিসিটিভির মনিটরসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এর আগে তারা সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় কোন ভিডিও ফুটেজও নেই।এ ব্যাপারে সদর মডেল থানার এস আই শামীম আল মামুন বলেন, বিদ্যালয়ে চুরির ঘটনার রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
চুরির সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।