সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরের কালির বাজার মসলা পট্টিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে কালির বাজার মসলাপট্টি ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন তারা। এসময়ে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত দোকানগুলো ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সমবেদনা জানান এবং শান্ত্বনা প্রদান করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, শহর শাখার সেক্রেটারি আলহাজ্ব আব্দুস সোবহান, মোস্তফা তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।
এখানে সিটি কর্পোরেশনের কোন অবহেলা ছিল কিনা সেটা সংশ্লিষ্টদের খতিয়ে দেখার আহবান জানান মুফতি মাসুম বিল্লাহ। তিনি ব্যবসায়ীদের বলেন, আপনদের যে ক্ষতি হয়েছে তা রি-কভার করতে হয়তো সময় লাগবে। ধৈর্য ধরুন, আল্লাহ তা’আলা উত্তম ফায়সালা করে দিবেন, ইনশাআল্লাহ।
এসময় তিনি মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত করেন।