সকাল নারায়ণগঞ্জঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিগত স্বৈরাচার বিভিন্ন উন্নয়নের কথা বলে আমাদের মাথার উপর প্রায় ১১ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে রেখে গেছে। এ থেকে মুক্তি পেতে হলে যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব ছাড়া সম্ভব নয়।
আজ ২৩ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় নগর কার্যালয়ে তৃণমূল দায়িত্বশীল সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি, মুহা. নূর হোসেন, মাওলানা হাবীবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা ইসমাইল, ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহা. ওমর ফারুক প্রমুখ।
তিনি আরও বলেন, দেশের জন্য যারা কাজ করবে, জনগণের কল্যাণে যারা নিবেদিত প্রাণ থাকবে তাদেরকে আগামীতে দেশ পরিচালনায় আসতে হবে। যে প্রজেক্টে যত পারসেন্ট বাজেট হয়, ঠিক শতভাগ সেখানে কাজে লাগালে দেশ সিংগাপুর হতে সময় লাগবে না। বিশেষকরে দুর্নীতি, চুরি ও অর্থপাচার বন্ধ করতে পারলে দেশ সোনার বাংলা হতে শুধু অল্প সময়ের ব্যাপার।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে, সকল দুর্নীতি, চুরি ও অর্থপাচার বন্ধ করতে আমরা বদ্ধপরিক।
সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমরা বাঘ তাড়িয়েছি। আবার যদি কুমির আসে তাহলে যেই সেই। সুতরাং আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সৎ ও খোদাভীরু নেতৃত্বের কোন বিকল্প নেই।