সকাল নারায়ণগঞ্জঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার নেতাকর্মীদের নিয়ে আজ বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জ বাজারে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে যান। সেখানে সনাতন ধর্মের অনুসারীদের সাথে কথা বলেন মুফতি মাসুম বিল্লাহ। তিনি বলেন, ইসলাম ধর্মে যার যার ধর্ম পালনে স্বাধীনতা রয়েছে। অসাম্প্রদায়িক এ দেশে স্বাধীনভাবে ধর্ম পালন করতে কোন বাধা নেই। যদি কোন দুষ্কিৃতিকারী অপ্রীতিকর কিছু করার চেষ্টা করে তাহলে আমাদের দয়াকরে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, ইনশাআল্লাহ।
এরপর নেতাকর্মী মটরবাইক মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে এবং লুটপাট ও চাঁদাবাজের বিরুদ্ধে স্লোগান দেয়।
পাশাপাশি আগামীকাল শুক্রবার বাদ জুমআ ঢাকার শান্তি সমাবেশ সফল করার উদাত্ত আহবান জানান।