সকাল নারায়ণগঞ্জঃ
আবা-রো প্রমাণ হয়ে গেল নারায়ণগঞ্জে যেকোনো সহিংসতা রুখতে আজমেরী ওসমানের কোন বিকল্প নেই যখন বড় বড় পদবীধারী নেতারা বাসায় ঘুমায়, বিএনপি জামাত তাণ্ডব চালায়, বড় বড় নেতারা নিজেকে বাঁচানোর জন্য আড়াল করে রাখে, তখন জননেতা,সহিংসতা রুখতে কর্মীদের নিয়ে নিজে ঝাঁপিয়ে পড়েন।
যারা উত্তরের বড় বড় ক্ষমতাসীন দলের নেতারা আছেন যারা বড় বড় হাত ডাক দেয়, তাদের কাউকেই আমরা রাজপথে পাইনি, আলহাজ্ব আজমেরী ওসমানের কর্মীরা, অতীতে মাঠে ছিলাম আগামীতে থাকবে।