1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে (১০) জন, জুয়াড়ি গ্রেফতার। - সকাল নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জ জেলার সাজা প্রাপ্ত বিডিআর সদস্যদের  ন্যায়বিচার/ চাকুরীতে যোগাযোগ দানের দাবিতে মানববন্ধন রূপগঞ্জে সংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা \ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শায়েখে চরমোনাই এর গনসমাবেশ সফল করতে সিদ্ধিরগঞ্জ থানার জনগণের প্রতি আহ্বান স্বাধীনতার পর থেকে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে; নীতির পরিবর্তন হয় নাই চলমান পরিস্থিতি নিয়ে ডিসি কার্যালয়ে ইসলামী আন্দোলনসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় যুব সমাজের মাঝে আল্লাহর প্রেম ও রাসূলে আদর্শ অনেকাংশে কমে গিয়েছে- মাও. ফেরদাউস শুক্রবারে শহর শাখার গণ সমাবেশ সফর করুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় রূপগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রূপগঞ্জে মাদ্রাসার জমি রক্ষার দাবীতে   শিক্ষার্থী অভিভাবক ও  এলাকাবাসীর মানববন্ধন

চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে (১০) জন, জুয়াড়ি গ্রেফতার।

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১১৪ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

চট্টগ্রাম নগরীর সিএমপি”র ইপিজেড থানাধীন কাজীর গলিস্থ হারুন সওদাগরের বাড়ীর সামনে জাকিরের চায়ের দোকান হইতে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।

ইপিজেড থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ হোসাইন”র নির্দেশনায় ওসি তদন্ত মোঃ জামাল এর সহযোগিতায় 

এসআই (নিঃ) বেলায়েত হোসেন সঙ্গীয়  অফিসার ফোর্স সহ থানা এলাকায় মোবাইল-৫১ ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০৪/২০২৪ খ্রিঃ তারিখ ২১.০৫ ঘটিকার সময় ইপিজেড থানাধীন কাজীর গলিস্থ হারুন সওদাগরের বাড়ীর সামনে জাকিরের চায়ের দোকান হইতে   (১০) জন জুয়াড়ি কে আটক করা হয়েছে এবং এদের হেফাজত হইতে ১। ০৩(তিন) বান্ডেল AMERICAN GOLD তাস, ১০০/- টাকার নোট- ০৯টি=৯০০/- (নয়শত) টাকা,  ৫০/- টাকার নোট-০৩টি= ১৫/- (একশত পঞ্চাশ) টাকা, ২০/- টাকার নোট -০৮টি=১৬০/-(একশত ষাট) টাকা, ১০/- টাকার নোট ০৫টি=৫০(পঞ্চাশ) টাকা সর্বমোট=১২৬০/-(একহাজার দুইশত ষাট) টাকা উদ্ধার পূর্বক স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ বেলায়েত হোসেন জব্দ তালিকা মূলে জব্দ করেন। 

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ- ১। মোঃ রমজান (৩৫), পিতা-মোঃ জহির মিয়া, মাতা-ফুলবানু, সাং-বরিগাতি ১নং ওয়ার্ড, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-কাজির গলি, লেয়াকত বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রাকিব (২১), পিতা-মৃত শাহাবুদ্দিন, মাতা-মৃত কুসুম, সাং-নায়েকপুর, ৭নং ওয়ার্ড, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, সাইফুদ্দিন বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ মাসুম (২৩), পিতা-আব্দুল কাইয়ুম, মাতা-রাহিমা আক্তার, সাং-রামশিদ্ধ, ৫নং ওয়ার্ড, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-চিত্রকর বিল্ডিং থানা-ইপিজেপ, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ মুছা (২২), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-রুবি বেগম, সাং-হরিণা গাজীপুর, হাওলাদার বাড়ী, ০৯নং ওয়ার্ড, ৬নং শারিকতলা ইউপি, থানা ও জেলা-পিরোজপুর, বর্তমানে-কাজীর গলি, রায়হান জমিদারের ভাড়াটিয়া, ২য় তলা রুম নং-০১, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ জাকির হোসেন (৩৮), পিতা-মৃত ফোজদার মিয়া, মাতা-মৃত শাহারা আক্তার, সাং-বাশুরিয়া দক্ষিণ পাড়া, ৭নং নায়েকপুর ইউপি, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজীর গলি, আঃ হাকিম বিল্ডিং নীচতলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৬। মোঃ ছাদেক মিয়া (৩২), পিতা-মৃত জসিম উদ্দিন, মাতা-জয়নব আক্তার, সাং-ঘরাডুবা মাস্টার বাড়ী, ৬নং ওয়ার্ড, ৪নং ঘরাডুবা ইউপি, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, হারুন ইনচার্জ এর ভাড়াটিয়া, আলাল উদ্দিন বিল্ডিং; ৪থ তলা রুম নং-২৬, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম,  ০৭। মোঃ নুর কতুব মিয়া (৩০), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, মাতা-জিন্নাতুন্নেছা, সাং-বারোভুড়ি, মেম্বার বাড়ী, ৩নং ওয়ার্ড, মদন ইউপি, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, লেয়াকত বিল্ডিং নীচতলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৮। মনির হোসেন (২৮), পিতা-আব্দুস সালাম, মাতা-মনোয়ারা আক্তার, সাং-বিষ্ণপুর (উত্তর পাড়া), থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, নাছিমা বিল্ডিং, ৪র্থ তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৯। মোঃ সোহেল (৩১), পিতা-মোঃ আবু সান, মাতা-মাজেদা খাতুন, সাং-চাঁদগাও, মোড়ল বাড়ী, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, লিয়াকত বিল্ডিং ২য় তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ১০। মোঃ সাগর মিয়া (২৭), পিতা-মতিউর রহমান, মাতা-মিনারা আক্তার, সাং-কমল আশ্রম (গনু মেম্বারের বাড়ী), থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, চার রাস্তার মোড়, আব্দুর হাকিমের বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নন এফআইআর প্রতিবেদন দাখিল করা হয়েছে। আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL