সকাল নারায়ণগঞ্জঃ
গত ইং ২১/০৩/২৪ তারিখ ভোর ০৪.০০ ঘটিকায় লালখার বাগ, থানা- বন্দর নিজ বাসা হইতে বাহির হইয়া নিখোঁজ হয়ে যায়। ঠিকানা (স্থায়ী)-লালখার বাগ, গ্রাম- লালখার বাগ, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং- ২৭. ঘানা -বন্দর, জেলা -নারায়নগঞ্জ
তার সন্তান মোঃ পিয়াস (২২), ও স্বামী মোঃ দেলোয়ার টানা আট দিন যাবত খোজাখুজির পাওয়া যায়নি তাকে । এই মর্মে বন্দর লালখার বাগ থানায় একটি সাধারণ ডাইরি করে। সাধারণ ডাইরি নং ১০৭৭, তারিখ ২৩/৩/২০২৪ সাধারন ডাইরিতে সন্তান পিয়াস উল্লেখ করেন যে, আমার মা মোসাঃ সেলিনা আক্তার সেলি (৫০), (মানসিক ভারসাম্যহীন) গত ইং ২১/০৩/২৪ তারিখ ভোর ০৪.০০ ঘটিকায় লালখার বাগ, থানা- বন্দর নিজ বাসা হইতে বাহির হইয়া নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজি করিয়া তাহার কোন সন্ধান পাওয়া যায় নাই। নিখোঁজ ব্যক্তির বিবরণঃ- নামঃ- মোসাঃ সেলিনা আক্তার সেলি (৫০), স্বামী মোঃ দেলোয়ার হোসেন, সাং- নাসিক ২৭ নং ওয়ার্ড, হোলডিনং ১৬৫ লালখার বাগ, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ, শারীরিক বর্ননাঃ- শ্যাম বার্নরে, মাথার চুল হালকা পাকা, পেষাক-পরিচ্ছদঃ- লাল রং এর শাড়ি পড়া ছিল।
হারানো মার সন্তান পিয়াস সকাল নারায়ণগঞ্জের কাছে একটাও জানান যদি আমার মা কে কোনো বেক্তি দেখার পর আমার নম্বরে কল দিয়ে ০১৮৪২৫৬২৩৯৮, ০১৭১৬৯৭৫২৫১, ০১৬২৮০২০০৪৫ বা আমার মা কে আমার বাসায় দিয়ে যায় তাহলে তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।