সকাল নারায়ণগঞ্জঃ
বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজমেরী ওসমান এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (রবিবার) নগরীর ২নং রেল গেইটস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজমেরী ওসমানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। পরে নগরীর আল্লামা ইকবাল রোডস্থ আজমেরী ওসমানের বাসভবনের নিচতলায় কেক কাটা ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন আল্লামা ইকবাল রোড জামে মসজিদের খতিব মুফতি ওসমান গণি কসেমী।
কেক কাটা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাজি আমির, আব্দুল হামিদ , মোঃ নাসির, খায়রুদ্দিন মোল্লা, মঞ্জুর আহমেদ, আলম, বাবু, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, মির্জা পাভেল , মুকিত রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।