সকাল নারায়ণগঞ্জঃ
ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লার লাল মিয়াচর এলাকার জালাল মিয়ার ছেলে মিজান (২০), শহরের পাইকপাড়া এলাকার শুকুর আরীর ছেলে মোক্তার হোসেন (২১), শহরের বাবুরাইল বৌ বাজার এলাকার আবু তাহেরর ছেলে মো. মেহেদী হাসান (২৫) ও পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. বাবু মিয়া (২১)।
গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে সদর মডেল থানা পুলিশ।
এ বিষয়ে উপ-পরির্দশক শফিউল আলম জানান, মুন্সিগঞ্জ বিট হোগলা এলাকার প্রবাসী রফিকুল ইসলাম ও তার পরিবার নারায়ণগঞ্জ গোগনগর মসিনাবন্ধ এলাকায় তার এক প্রবাসী বন্ধুর বাসায় যাওয়ার পথে দেওভোগ এলাকায় ছিনতাইকারীরা তার পথরোধ করে। এ সময় তারা তার সন্তানের গলায় ছুরি ধরে তাদের সঙ্গে থাকা স্বার্ণালঙ্কার, স্মার্ট ও চার হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে এ ঘটনায় প্রবাসীর স্ত্রী দুলালী বাদী হয়ে একটি মামালা করেন।