সকাল নারায়ণগঞ্জঃ
বন্দর উপজেলায় এক নারীর শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলায় মদনপুরে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গৃহবধূ শ্লীলতাহানীর ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। আসামি আরিফ কে গ্রেফতারের চেষ্টা চলছে।
এজাহার সূত্রে অনুসারে, গত সোমবার রাত ১০টায় ভুক্তভোগী তার ছেলের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে মদনপুরের চানপুর জামে মসজিদের সামনে আসলে আরিফ নামের ঐ যুবক ভুক্তভোগীর শ্লীলতাহানী করে। পরে গৃহবধূর চিৎকারের শুনে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। অভিযুক্ত আরিফ বন্দর থানার মদনপুর এলাকার সরাফত আলী মিয়ার ছেলে।