সকাল নারায়ণগঞ্জঃ
না,গঞ্জ সদর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সদর উপজেলায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল এর রেজা মোঃ গোলাম মাসুম প্রধানকে নির্বাচক মন্ডলীর প্রধান করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নির্বাচক হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গুলসান আরা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এএইচএ মালেক ও সংগীত শিক্ষক মোঃ হাবিবুর রহমান।জানা যায়, উপজেলা পর্যায়ে যে সকল প্রতিযোগি নির্বাচিত হবে সে সকল শিক্ষার্থী জেলা পর্যায়ে অংশ করবে এবং জেলা পর্যায়ে নির্বাচিত হলে বিভাগীয় পর্যায়ে চুড়ান্ত পর্বে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।