সকাল নারায়ণগঞ্জঃ
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণার শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জে। সেই জনসভাকে সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয় অনুষ্ঠানস্থলে। তারই ধারাবাহিকতায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সভাস্থলে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমানের কর্মী ও সর্মথকরা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুরে খন্ড খন্ড মিছিলে প্রথমে কলেজরোড আজমেরী ওসমানের সর্মথকরা উপস্থিত হন পরবর্তীতে আজমেরী ওসমানের নির্দেশনায় বিশাল মিছিল নিয়ে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের জনসমাবেশস্থলে নেতাকর্মীরা যোগদান করেন।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজী আমির, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, আকতার নুর, হোসেন রেজা, খায়রুদ্দিন মোল্লা, আলমগীর হোসেন আলম, মো: নাসির হোসেন, সুমন, মনির হোসেন,মুকিত রহমান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।