সকাল নারায়ণগঞ্জঃ
বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর ) সন্ধ্যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জালকুড়ি উত্তরপাড়া নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির আয়োজনে এবং জালকুড়ি উত্তরপাড়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ফারুক হোসেন চানু ( চাঁন মিয়া ) এর সার্বিক পরিচালনায় উঠান বৈঠক এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ – ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, ফিলিস্তিনে আমাদের ভাইদের পোকা মাকড়ের মত মেরে ফেলেছে। সেখানে মানবাধিকারের কথা মনে পড়ে না। বাংলাদেশে মানবাধিকারের সব কথা। একটা বড় শক্তি ঈগল পাখির মত উড়ছে। ভোটের পার্সেন্টেজ কম হলে ছোবল মারবে। তখন বাংলাদেশের অবস্থা আফগানিস্তান, গাজার মত খারাপ অবস্থা হবে।
তিনি আরও বলেন, ভোট আপনারা যাকে ইচ্ছা দিবেন। এবারের ভোট খুব ইম্পর্ট্যান্ট। একটা পক্ষ চাইবে মানুষ যেন ভোট দিতে না আসে৷ ৭০ সালের নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট এবারের। ৭ তারিখ সকালে আপনারা ভোট দিতে চলে আসবেন।এদেশের স্বাধীনতা আনার জন্য ত্রিশ লাখ লোক জীবন দিয়েছে। দুই লক্ষ মা বোনের সম্ভ্রম গেছে। মুক্তিযোদ্ধাদের এলাকা এই জালকুড়ি। এত কিছু বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে। একটা শক্তি চাচ্ছে মানুষ যেন ভোট দিতে না পারে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। ইয়াং জেনারেশনকে দেশকে রক্ষা করতে হবে। কিছু ছোট ছোট কাজ বাকি, গ্যাসের একটু সমস্যা আছে। এগুলো সমাধান করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু সহ প্রমুখ