সকাল নারায়ানগঞ্জঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম আরো বলেন, ‘ সুখীসমৃদ্ধ সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে বেছে না নিলে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবো না। ২০০৮ সালের নির্বাচনের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল প্রধানমন্ত্রীর। সেই আলোকেই দেশ আজ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে।’
নারায়ণগঞ্জ শহরের ভূঁইয়ারবাগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলের ১৪ বছর পদার্পণ উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দুই দিনব্যাপী উৎসবের শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাসেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের পরিচালক জসিম উদ্দিন হায়দারসহ অন্যান্য অতিথিরা।