সকাল নারায়ণগঞ্জঃ
১৯ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত একরামপুর আরসিম ইস্পাহানি, বন্দর নারায়ণগঞ্জ এম এইচ মডেল স্কুলের উদ্যোগ বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
জনাব মোঃ মাজারুল ইসলাম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সার্বিক তত্ত্বাবধানে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা সার্বিক সহযোগিতায় গ্রীন আই হসপিটাল নারায়ণগঞ্জ ডাক্তার মাধ্যমে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।
উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম. এম এইচ মডেল ইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মো: রাশেদুল হাসান. প্রতিষ্ঠাতা সদস্য মো: কবির হোসেন. ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হালিম আব্দুল হালিম. শিল্পী আক্তার.এনি আক্তার. ঈশিতা চৌধুরী তুশি.আয়েশা সিদ্দিকা. পাপিয়া আক্তার. ইয়াসমিন আক্তার সুমি. নুসরাত জাহান সাইফা.বর্ষা আক্তার.আবু সাঈদ. আরফাত. সুমাইয়া. হাসান মাহমুদ সহ এম এইচ মডেল স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন