সকাল নারায়ণগঞ্জঃ
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকায় খানপুর চিল্ড্রেন পার্ক মাঠে মরহুম আজিম উদ্দিন ভুঁইয়া ফুটবল টুর্নামেন্টে ভোরের সঙ্গকে ১ গোল দেওয়ার মাধ্যমে জয় লাভ করে আলহাজ্ব নাসিম ওসমান এর এক মাত্র পুত্র আলহাজ্ব আজমেরি ওসমান স্পন্সর কৃত দল BATTLE BUDDIES।
প্রথম আর্ধে ভোরের সঙ্গকে BATTLE BUDDIES এর গোলকিপার সিয়াম এর দুুরদান্ত সব সেভ এর মাধ্যমে ভোরের সঙ্গকে নাজেহাল করে দেয় BATTLE BUDDIES প্রথম আর্ধের কিছুখন আগেয় স্ট্রাইকার সাহিন এর এক দুর্দান্ত এর গোল এর মাধ্যমে প্রথম আর্ধ শেশ করে BATTLE BUDDIES। ২য় আর্ধে ভোরের সঙ্গের খেলোয়াড়দের একের পর এক চেষ্টা বিফল করে দেয় BATTLE BUDDIES এর গোল রক্ষক এবং BATTLE BUDDIES এর এক মাত্র দেয়াল সিয়াম তার সব সেভ এবং পুরো দল এর কারনে সেমি ফাইনাল নিশ্চিত করে BATTLE BUDDIES।