সকাল নারায়ানগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে সময় ৪৪৭ বোতল ফেনসিডিলসহ নুর করিম নামে এক ট্রাকচালককে আটক করেছে র্যাব। এসময় ফেনসিডিল বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়৷ এ সময় ৪৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বিকেলে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে ভি্ত্তিতে ট্রাকের ভেতর চালকের পাশের সীটের ওপরে দুইটি ট্রাভেল ব্যাগের ভেতর তালাবদ্ধ অবস্থায় ৪৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।, নুর করিমের বাড়ি ফেনী জেলার সদর থানার পূর্ব মধুপুর এলাকায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷