সকাল নারায়ানগঞ্জঃ
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে সফল করার লক্ষ্যে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন রূপগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়নের হিন্দু নেতৃবৃন্দরা।
গতকাল শুক্রবার সকালে রূপগঞ্জ থেকে বাসযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জেলা গ্রন্থাগারে এসে যোগদেন রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিধান কৃষ্ণ রায়, কায়েতপাড়া ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল কুমার রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবাল রায়, প্রচার সম্পাদক প্রদীপ কুমার দাস, কোষাধ্যক্ষ মৃদুল রায়, অমল দাস, মানিক চন্দ্র সরকার, কায়েতপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বেসর সাহা, সাধারণ সম্পাদক সুনিল বিশ্বাস, জয় মঙ্গল সরকার প্রমুখ।
এসময় তারা একটি বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার এ শ্লোগানে চারপাশ মুখরিত করে রাখে।