সংখ্যালঘু সুরক্ষা আইন,দেবোত্তর বোর্ড,হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে নগরীতে মানব-বন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার(১৪ই সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নগরীর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে।
মহানগর পুজা পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ দাস। মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাসের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুজা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
আরও উপস্থিত ছিলেন মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, বন্দর থানা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, রূপগঞ্জ থানা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, সোনারগাঁ পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ পূজা পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।